Top Newsআন্তর্জাতিক

গাজার ৩০ স্থানে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৭০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরতা থামছেই না। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটির ৩০ স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বহু মানুষ।

চিকিৎসক ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আজ রোববার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার অন্তত ৩০টি স্থানে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনও বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনে এ নিয়ে গত ১৫ মাস ধরে দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৫৮ জনে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

এদিকে, গাজায় ক্রমবর্ধমান নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করে, ক্ষমতা ছেড়ে যাওয়ার মাত্র দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য আট বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব করেছেন।

অপরদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিশ্চিত করেছেন, গাজায় বন্দিদের ফিরিয়ে দেওয়ার জন্য হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী। কারণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী (ইউএনআইএফআইএল) ইসরায়েলকে এমন কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেছে, যা যুদ্ধবিরতিকে ‘বিপন্ন’ করে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও।

ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বর্বর এ বাহিনীর নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button