ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী বর্তমান সময়ে জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছেন। বছরের শুরুতেই নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘কাছাকাছি দুইজন’ নামের নাটকটি বানিয়েছেন নাট্যকার, কথাসাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, নির্মাতা মারুফ হোসেন সজীবের চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালো লাগে। নিঃসন্দেহে এটাও সত্য যে, একজন নির্মাতা হিসেবেও তিনি দারুণ। ক্রিয়েটিভিটির জায়গা থেকেই আমরা গল্প নিয়ে নানা ধরনের আলোচনা করে থাকি। ‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্পটাও খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে।
তটিনী বলেন, প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালো লেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। ‘কাছাকাছি দুইজন’ নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালো লাগবে। মারুফ হোসেন সজীব জানান, শীঘ্রই ‘কাছাকাছি দুইজন’ প্রচারে আসবে। এর আগে সজীব ইয়াশ রোহানকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন। ‘কথা বন্ধু’ গেল বছরের শুরুর দিকে প্রচারিত হয়েছে। আর ‘খুশী’ নাটকটি আসছে সেটি ভালোবাসা দিবসে প্রচার হবে।
মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে ‘বিলোপ’ নাটক নিচের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন মারুফ হোসেন সজীব। এরপর তার নির্মিত নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পায় ‘বাবুই পাখির বাসা’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘ভালো মানুষ’, ‘হাসি’, ‘নুসাইবা’, ‘কুমিরের দরজা’, ‘আজকাল তুমি আমি’, ‘আমি এখানেই থাকব’ ইত্যাদি।
উল্লেখ্য, মারুফ হোসেন সজীব, একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে ‘বিলোপ’ নাটক নিচের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এরপর তার নির্মিত অনেক নাটকই জনপ্রিয়তা পায়।