বিনোদন

অভিনেত্রীকে দেখে চিৎকার করে বলছে ‘কিশোরীইইই!’

মোহনা অনলাইন

‘প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে…’, আমূলের বিজ্ঞাপন থেকে রিল ভিডিও, সর্বত্র শুধুই ‘কিশোরী কিশোরী।’ সিরিয়ালের দুনিয়া থেকে বাংলাদেশ, তারপর টলিউডে পা দিয়েই সুপারহিট ইধিকা পাল। পরিস্থিতি এমন, বাইকে সওয়ার খুদেও অভিনেত্রীকে দেখে চিৎকার করে বলছে ‘কিশোরীইইই!’

রাতের শহরে কোথাও যাচ্ছিলেন ইধিকা। বসেছিলেন গাড়ির সামনের সিটে। পাশ দিয়ে যাচ্ছিল বাইক। বাবা-মায়ের মাঝখানে বসেছিল খুদে। ইধিকার দিকে চোখ যেতেই আঙুল তুলে ‘কিশোরী কিশোরীইইই’ বলে চিৎকার। খুদে ভক্তের কাণ্ড দেখে হেসে ফেলেন ইধিকা। তার দিকে ছুড়ে দেন উড়ন্ত স্নেহচুম্বন।

গত ২০ ডিসেম্বর থেকে বাংলার বক্স অফিসে রাজত্ব করছে ‘খাদান’। দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীদের ছবি সারা দেশে মুক্তি পায় নতুন বছরের ৩ জানুয়ারি। দুদিনেই সারা দেশে কামাল দেখাচ্ছে ‘খাদান’। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুল। ১৫ দিনে ছবির মোট আয় ১২.৩ কোটি টাকা। উইকিপেডিয়ার হিসেব বলছে এখনও পর্যন্ত ‘খাদান’ মোট ১৪ কোটি টাকার ব্যবসা করেছে।

‘খাদান’ তো ব্লকবাস্টার। সাফল্য কেমন উপভোগ করছেন? সংবাদ প্রতিদিন ডিজিটালের প্রতিনিধির প্রশ্নের উত্তরে এর আগে ইধিকা বলেছিলেন, “জাস্ট উপভোগ করা শুরু করেছি। ২০ তারিখ তো মুক্তি পেল ‘খাদান’। কিন্তু এর আগে ‘কিশোরী’ গানটি যখন মুক্তি পেয়েছিল, তখন অনেক ভালোবাসা পেয়েছি। ২ কোটি ক্রস করেছে গানটির ভিউ (বর্তমানে তা ৬ কোটি ছাড়িয়েছে)। এক কোটি আমরা করে ফেলেছিলাম ১০ দিনেই। এটা খুব বড় সাফল্য আমার কাছে। এত তাড়াতাড়ি এই গান জনপ্রিয় হবে আশা করিনি। এরপর যখন আমরা বেঙ্গল ট্যুর করলাম। প্রত্যেকটা স্টেজে গিয়ে গিয়ে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছিল। তা ভাবা যায় না। আমরা খাদান লেখা টিশার্ট পরে প্রচার করেছিলাম। আমি দেখেছি, কিছু মানুষ খাদান লেখা টিশার্ট পরেই এসেছিল আমাদের কাছে। সবার লাইন বাই লাইন গানটা মুখস্থ। এই ফিলিং জাস্ট বোঝাতে পারব না। দারুণ লেগেছিল।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button