আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে বকশীবাজার-চকাবাজার রোডে যান চলাচল ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের ওই সড়কে অবস্থান নিতে দেখা যায়।
আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত থেকে তারা সড়কে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আন্দোলনে অংশ নেওয়া নাজির আহমদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে এসে আমরা আমাদের মাঠ ফিরে পাব। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই। দ্রুত সমাধান না এলে শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলব।’
মাদ্রাসার আগে বকশীবাজার মোড়ে অবস্থসন নিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ত ও সড়কটির দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রাফিকের রমনা বিভাগের উপ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বকশী বাজারে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।