বিনোদন

তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ

মোহনা অনলাইন

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের খানের জীবনের নতুন পথচলা শুরুর পরও বিতর্ক পিছু ছাড়ছে না। বছরের শুরুতেই গায়ক তাহসান খানের দ্বিতীয়বার বিয়ে করার বিষয়টি সরগরম হয়ে উঠে নেট দুনিয়া। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই ঝড় বইছে। সেলিব্রেটিরা বাদ যাননি। তারাও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে।

এবার তাহসানকে নিয়ে বললেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি ফেসবুকে তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে চয়নিকা বেশ কিছু মন্তব্য করে আলোচনায় এসেছেন।

তিনি লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে। আর পাশাপাশি ফেইসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত। তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসাবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।

তাহসান খানকে ‘জেন্টেলম্যান’ উল্লেখ করে চয়নিকা চৌধুরী আরও লিখেছেন,তাহসান তার গান, অভিনয়, ব্যক্তিত্ব সব মিলিয়ে দারুণ একজন ভদ্রলোক। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেতিবাচক কিছু আমাদের বের করতেই হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য। মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব। একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ভক্ত। একজন ব্যক্তি তাহসানের অনেক কিছুই তার ব্যক্তিগত।

তিনি শেষ প্যারায় লিখেছেন, আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। ইতিবাচক ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা। সবশেষে তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মত? হাস্যকর ভাবনা। কারণ, যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে ‘প্রাক্তন’ আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যস্ত। আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক। গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা-সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button