বিনোদন

ফের বন্ধ হলো রাশমিকার ছবির কাজ!

মোহনা অনলাইন

আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ। গত বছর জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকন্দর’ ছবির শুটিং।

তারপর কিছু অংশের শুটিং ইতিমধ্যে হায়দরাবাদে সেরেছেন সালমন খান, রশ্মিকা মন্দনারা। ভাইজানের সঙ্গে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। কিন্তু শুটিং শুরুর প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েন রশ্মিকা।

যদিও সালমন তাঁর বেজায় যত্ন করেছেন, অভিনেত্রী সম্প্রতি নিজেই সেই কথা জানিয়েছিলেন। তার পর পাঁজরে চোট পান সলমন নিজে। সেই নিয়ে শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেতা। আবার সলমনের বাড়িতে গুলিকাণ্ডের পর বেশ কিছু দিন বন্ধ ছিল এই ছবির শুটিং। এই মুহূর্তে ছবির অন্তিম পর্বের শুটিং বাকি। তার আগে বিপদের মুখে রশ্মিকা। ফের বন্ধ হল ছবির কাজ।

শোনা যাচ্ছে, জিম করার সময় আচমকা পড়ে যান রশ্মিকা। চোট লেগেছে অভিনেত্রীর। যার ফলে আাপাতত কয়েক দিন বিরতি নিতে চান তিনি। তবে খুব বেশি দিন যে বিরতি নেবেন, তা নয়। দিন কয়েক বিশ্রাম নিয়ে তার পর শেষ পর্বের শুটিং করবেন অভিনেত্রী। আগামী বছর ইদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ‘সিকন্দর’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নির্মাতাদের দাবি, এই অ্যাকশন ছবিতে সালমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনও কমতি রাখতে চাইছেন না প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। মুম্বইয়ে সেট তৈরি করতেই প্রযোজক খরচ করেছেন ১৫ কোটি টাকা। এই ছবি তাঁর দীর্ঘ দিনের বন্ধু সলমনকে জন্মদিনে উপহারস্বরূপ দিতে চান প্রযোজক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button