বেশ কয়েক বছর আগের কথা, বলিউড বাদশাহ শাহরুখ খান আইপিএল শুরুর আগে রাজস্থানের আজমীর শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। রাজস্থানের আজমীর শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম।
ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ইউসুফ বলেন, “আইপিএল শুরু হওয়ার আগে শাহরুখ স্যর আজমীর শরীফ দরগায় যেতে চেয়েছিলেন। আমরা যখন পৌঁছালাম, তখন বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার, দুপুর সাড়ে ১২টা, আর তখন জুমার নামাজের সময়। সাধারণত, শুক্রবারে ১০-১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে, কিন্তু শাহরুখ খান আসার খবর ছড়িয়ে পড়তেই ভিড় আরও বাড়তে শুরু করে।”
ইউসুফ বলেন, “লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। সেদিন পুরো পরিস্থিতি ছিল খুবই উন্মাদনাপূর্ণ। তবে, এমন পরিস্থিতিতেও শাহরুখ স্যর ছিলেন শান্ত। তিনি জানতেন, ভক্তদের উচ্ছ্বাসের কারণে এই ঘটনা ঘটছে, তাই তিনি কখনও মাথা গরম করেননি।”
এই ঘটনাটি ইউসুফের জন্য একটি অম্লান অভিজ্ঞতা হয়ে থাকবে, যা তিনি সারাজীবন মনে রাখবেন।