লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ২৪
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে এখন ২৪। এখনও আগুনে পুড়ছে নতুন নতুন এলাকা। হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এরই মধ্যে তীব্র বাতাসের আশঙ্কার কথা বলছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার আবহাওয়া পূর্বাভাসকারীরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, লস অ্যাঞ্জেলেসের আশেপাশে আগুনের সূত্রপাতকারী প্রচণ্ড বাতাস এই সপ্তাহে আবার তীব্র হতে পারে। বর্তমানে দমকল কর্মীরা তিনটি দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষাকৃত কম বাতাস থাকলেও শুষ্ক সান্তা আনা বাতাস রোববার রাত থেকে বুধবার পর্যন্ত আবার তীব্র হবে। যার গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল (৯৬ কি.মি.) পর্যন্ত পৌঁছাবে।
বাতাসের তীব্রতা বৃদ্ধির আগে প্যালিসেডস এবং ইটনের আগুনের ছড়িয়ে পড়া রোধে কিছু অগ্রগতি হয়েছে। স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে আটটি রাজ্যের পাশাপাশি কানাডা এবং মেক্সিকোর কর্মীরা সহায়তা করছেন।
গতকাল রোববার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের কাউন্টির মেডিকেল পরীক্ষক মৃতের সংখ্যা ২৪ জনের কথা জানালেও কর্মকর্তারা আগে বলেছিলেন কমপক্ষে আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন।
ইটনের অগ্নিকাণ্ডে ১৬ জন নিহতের সন্ধান পাওয়া গেছে, আর প্যালিসেডস এলাকায় আটজন নিহত হয়েছেন।
এখন লস অ্যাঞ্জেলেসের চারপাশে তিনটি দাবানল জ্বলছে। সবচেয়ে বড় আগুন হলো প্যালিসেডসের, যা এখন পর্যন্ত ২৩ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ১১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।
ইটনের আগুন দ্বিতীয় বৃহত্তম এবং এটি ১৪ হাজার একরেরও বেশি জায়গা পুড়িয়ে ফেলেছে। এটি ২৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।