বিনোদন

কার সঙ্গে ডেট করছেন ৫৪ বছরের মণীষা

মোহনা অনলাইন

নব্বইয়ের দশকে প্রথম সারি অভিনেত্রীদের মধ্যে মণীষা কৈরালা অন্যতম। তাঁর পাহাড়ি সৌন্দর্য ও দমদার অভিনয় দর্শক আজও মনে রেখেছেন। তিনি সবসময়ই তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন।

মনীষা কৈরালা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন সমস্ত ধরনের লাইমলাইট থেকে দূরে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। এখন তাঁর ভক্ত-অনুগামীরা জানতে চান যে ৫৪ বছরের অভিনেত্রী এখনও সিঙ্গল নাকি কারোর সঙ্গে ডেট করছেন?

পিঙ্কভিলা নামে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মণীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এখনও সঙ্গীর অভাব বোধ করেন? এই প্রশ্নের উত্তরে মণীষা অকপটে জবাব দেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’ এই বলে অভিনেত্রী হেসে ফেলেন। আবার প্রেমে পড়া নিয়ে দিল সে অভিনেত্রী বলেন, ‘কারণ আমি নিজেকে আর আমার জীবনকে ভালভাবে বুঝি। যদি কোনও সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তাঁর জন্য নিের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনও বদল চাই না।’

মণীষা ওই সাক্ষাৎকারে আরও বলেন যে তিনি স্বাধীনভাবে যেভাবে জীবন যাপন করেন ভবিষ্যতেও তিনি সেভাবে জীবন কাটাবেন। প্রসঙ্গত, মণীষা কৈরালা ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ে করেন। তবে বিয়ের ২ বছরের মধ্যেই মণীষার সঙ্গে তাঁর স্বামীর ডিভোর্স হয়ে যায়। সেই বছরই অভিনেতার ডিম্বাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি। প্রসঙ্গত, মণীষা কৈরালা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button