বিনোদন

মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

মোহনা অনলাইন

টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে রাফিয়াত রশিদ মিথিলার আগেও একাধিক নারী এসেছে।  চার বছর আগে ভালোবেসে বিয়ে করেন সৃজিত ও মিথিলা। কিন্তু এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। আজকাল মিথিলার সঙ্গে নির্মাতার টানপোড়নের জোর গুঞ্জন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে প্রাক্তন ঋতাভরীকে বুকে আগলে ছবি প্রকাশ করে সে গুঞ্জন যেন আরও উসকে দিলেন পরিচালক। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই। এটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন সৃজিত প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এমন একটি পোস্ট করলেন।

ঋতাভরীর সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়ে এক সময় টালিউডে বেশ গুঞ্জন উঠেছিল, যদিও তাদের সম্পর্ক নিয়ে কখনো কিছু স্পষ্ট বলা হয়নি। সৃজিতের এই পোস্টে এমন একটি ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা অনেকেই তার এবং ঋতাভরীর সম্পর্কের নতুন রূপ হিসেবে দেখছেন। এমনকি, ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও সৃজিত উপস্থিত ছিলেন এবং দুজনের মাঝে খোলামেলা স্নেহের সম্পর্ক দেখা গেছে।

পোস্টের ক্যাপশনে সৃজিত লেখেন, “জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?” এই সাহিত্যিক ভাষায় লেখা ক্যাপশনটি যেন সম্পর্কের হিসাব-নিকাশের ইঙ্গিত দেয়, যা একসঙ্গে অনেক প্রশ্নও তৈরি করেছে। সৃজিত এবং ঋতাভরীর এই ছবি ও ক্যাপশন নিয়ে তার ভক্তরা নানা অনুমান করতে শুরু করেছেন, যদিও সৃজিত নিজে এই ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি।

এদিকে, সৃজিত ও মিথিলার সম্পর্কের বিষয়ে নানা ধরনের মন্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তাদের মধ্যে কোনো শর্তসাপেক্ষ বিচ্ছেদ হয়নি, তবে তাদের অনুরাগীরা এখনও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সৃজিতের এই পোস্টের মাধ্যমে কি আবার নতুন কোনও সম্পর্কের সূচনা হতে যাচ্ছে, নাকি পুরনো সম্পর্কের কোনও বিশেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করা হচ্ছে—তা নিয়ে চলতে থাকা আলোচনা এবং অনুমানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

তবে কি মিথিলার সঙ্গে দুরত্বের গুঞ্জন সত্য, সেই সুযোগে শুন্যস্থান পূরণ করছেন ঋতাভরী— এরকম প্রশ্ন মাথায় নিয়ে বসে আছেন নেটাগরিকেরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button