বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন বলিউড তারকা সাইফ আলি খান৷ ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে৷ বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার করা হল তাঁর৷ লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে ছোটে নবাবের৷ চিকিৎসকেরা সফল ভাবে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করে এনেছেন৷ সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল হয়েছে বলে জানানো হয়েছে। সফল হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।
মধ্যরাতে সইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তবে যে ব্যক্তি সইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, আটক হওয়া তিন জনই অভিনেতার বাড়িতে কাজ করেন।
অভিনেতার বাড়ির পাঁচ পরিচারককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ ঘটনার সময় তাঁরা বাড়িতেই উপস্থিত ছিলেন৷ তাঁদের মধ্যে থেকেই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে৷ তবে যে সইফের উপর ছুরির কোপ বসিয়েছিল, তাকে ধরা সম্ভব হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷
বুধবার রাত ২টো নাগাদ সইফের বান্দ্রার বাড়িতে ঢুকে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতী সইফের বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে৷ ছুরি নিয়ে অভিনেতার উপর হামলা চালায় সে। রাতেই অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।