এই প্রথম কলকাতার প্রেক্ষাগৃহে অভিষেক ঘটছে ঢাকার অভিনেত্রী পরীমনির। ‘ফেলুবক্সী’র হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমণি। আজ মুক্তি পাবে কলকাতায় তাঁর প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমার নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ অন্যরকমের গোয়েন্দা। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবিরছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। পরিচালনায় দেবরাজ সিনহা। ছবির চিত্রনাট্য লিখেছেন ড.কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। কিন্তু ছবি মুক্তির আগে কলকাতায় আসতে পারলেন না পরীমণি।
আর তাই গতকাল এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘আমার কাছে এই প্রথমটা একটু অন্য রকম। এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ নিশ্চয়ই আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো না! খুব মিস করছি আমার “ফেলুবক্সী” টিমের সবাইকে।’
সিনেমার শিল্পী ও কলাকুশলীদের মেনশন করে পরীমনি লিখেছেন, ‘কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’
কলকাতায় যেতে না পারলেও দর্শকদের জন্য ভালোবাসা জানিয়েছেন পরীমনি। তাঁর ভাষ্যে, ‘কলকাতায় আমি যেতে পারিনি কিন্তু “ফেলুবক্সী”র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিয়ো।’
প্রসঙ্গত, মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। এরপর দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করে সে। এদিকে তিন-তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারে, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে রয়েছে এক বিরাট বড় চক্র। একদিকে লাবণ্য, মুখোপাধ্যায়বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্যদিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন বিরাট শিল্পপতি যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তা কীভাবে কেটে বেরোতে পারে, তা নিয়েই এগোবে ‘ফেলুবক্সী’।