রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। অবশেষে প্রায় পৌনে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ট্যানারি কাঁচাবাজারের ওই চামড়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই গোডাউনটি একটি সাততলা ভবনের পাঁচতলায়। উদ্ধারকাজ পরিচালনায় ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়।
দুপুরে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যানারি গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।