জাতীয়রাজনীতি

এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেনো: জামায়াতের আমির

আওয়ামী লীগের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেনো। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর মাদরাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল্লাহর হুকুম—যারা ন্যায়বিচারের প্রতি আছে, মানুষকে সম্মান করবে এবং যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেইজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে। আল্লাহ বলেছেন, ক্ষমতা আমি দিই, ক্ষমতা আমি কেড়ে নিয়। ইজ্জত আমি দিই, ইজ্জত আমি কেড়ে নিই।

তিনি বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই। যে জাতি আল্লাহর শক্তিতে আলোকিত হবে। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মোমিনরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। মাথা নত করনি বলে একটানা সাড়ে পনেরো বছর আলেম-ওলামাদের ওপরে বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামাতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতাকর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, সাড়ে ১৫টি বছর যে জাতির ওপর একটি জগদ্দল পাথর, বেশিবাদের পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলামিন ৫ আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি করেছে। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত-পা টুকরো টুকরো, দুটি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যথিত নই। আমরা আল্লাহর দরবারে শোকর গুজার করি।

তিনি আরও বলেন, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাওয়ালা। সার্বভৌমত্বের একমাত্র অধিকার,  একমাত্র আল্লাহ তাওয়ালার। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button