বিনোদন

বছরের শুরুতেই কোটি ভিউ পেলেন ফারহান

মোহনা অনলাইন

নাট্যজগতে অভিনয়ের জন্য প্রশংসিত ও জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। যিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে পরিচিত করেছেন। কিছুদিন আগে তিনি হঠাৎ অসুস্খ গয়ে আইসিইউ তে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার ধকল কাটিয়ে বর্তমানে দারুণ সময় পার করছেন তিনি।

সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। মুক্তির দুই সপ্তাহের মধ্যে নাটকটি ১ কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে।

মুশফিক আর ফারহান বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন। সবমিলিয়ে এমন সময়ে তাও নতুন বছরে শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছেন।’

অভিনেতা আরও যুক্ত করেছেন, ‘এটা সত্যি ভালো লাগার বিষয় আমার জন্য। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি খুব বেছে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগা তৈরি হয়।’
ফারহান যে কোনো চরিত্রে নিজেকে পুরোপুরি মেলে ধরেন, তার অভিনয় তার প্রতিটি নাটকে ভিন্ন রূপে দর্শকের সামনে আসে। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক, কখনো লেগুনা চালক, কিংবা ভালো স্বামী হিসেবে তিনি দর্শকদের মন জয় করছেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button