দর্শকনন্দিত অভিনেতা মোশাররফ করিম সিনেমায় প্লেব্যাক করেছেন। ফজলুল কবির তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নিজের গাওয়া গানে তিনি নিজেই অভিনয় করলেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা।
‘ভালো ভালো লাগে না’ শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। সিনেমায় ঠোঁটও মিলিয়েছেন তিনি। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। আগামী ২৪ই জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমায় মোশাররফ করিমের প্লেব্যাকের পেছনের কথা জানিয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘ভালো ভালো লাগে না গানটি মোশাররফ ভাইয়ের অনেক আগের লেখা। মাঝে মাঝে আড্ডাতে আমরা সবাই গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো ভালো ভালো লাগে না গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাঁকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ডিং করি।’
গত ১১ই জানুয়ারি ‘বিলডাকিনি’ ছবির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। এদিন চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল। অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সকলে-ঘোষণা করলেন মুক্তিযাত্রা।
পোস্টারে চলচ্চিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পার্নো মিত্রকে। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় সিনেমাটির কাহিনি।