বিনোদন

পুষ্পার আদলে নির্মিত হচ্ছে গোলাপ!

মোহনা অনলাইন

প্রায় অনেকটা সময় পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব।  নতুন সিনেমায় গোলাপ হয়ে আসছেন নিরব। ছবিতে নিরবের চরিত্রের নামই ‘গোলাপ’।   এটি পরিচালনা করছেন সামসুল হুদা। নির্মাতার এটিই প্রথম সিনেমা।

নিরব অবশ্য জানালেন, এটি হতে যাচ্ছে পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি। ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। প্রকাশিত পোস্টারে দেখা যায়, বামে ঝুঁকে বসে আছেন নিরব। একহাত মাথায় ঝুলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তার চোখের এক্সপ্রেশন যেন ক্ষুধার্ত বাঘ! নিরব জানালেন, গোলাপে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। বললেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

ফুলের নামে যেহেতু নাম পোস্টারেও পুষ্পা ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? উত্তরে নির্মাতা বললেন, এখনই সে সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

ছবির নায়ক নিরব হলেও নায়িকা কে? সংশ্লিষ্টরা জানান, এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে পাকিস্তানি কোনো সুপরিচিত মুখকে গোলাপে নিরবের বিপরীতে নেয়ার চেষ্টা চলছে। পরিচালক জানিয়েছেন, শুটিং শুরুর আগেই প্রকাশ করা হবে নায়িকার নাম।

সম্প্রতি ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে একেবারে অ্যাকশন লুকে ধরা দিয়েছেন নিরব। তবে ছবির নায়িকা এখনো ঠিক হয়নি। থ্রিলার-অ্যাকশন ঘরানার এ ছবিটির কাজ আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে বলে জানালেন পরিচালক। সামসুল হুদা বলেন, যেহেতু আমার প্রথম সিনেমা, তাই বেশ যত্ন নিয়ে করতে চাই।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button