বিনোদন

সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’

মোহনা অনলাইন

সাইফ আলী কিংবা তার পরিবারের সাথে ঘটে যাওয়া এমন ঘটনায় কেউ অভ্যস্ত ছিলেন না। তবে সম্প্রতি হামলাকারীর আক্রমণের পর এবার সেই পথেই সাইফ ও তার পরিবার! পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন সাইফ আলী খান। বাড়ির ভিতর প্রবেশের আগেই তিনি হাত নেড়ে বুঝিয়ে দেন একেবারে সুস্থ আছেন।

তবে এবার সাইফের নিরাপত্তায় আরও বেশি সচেতন পরিবার।

জানা গেছে, সাইফের উপর হামলার পর নিরাপত্তা সচেতন হয়েছে পুরো পতৌদি পরিবার। আর সেজন্যই এই দায়িত্ব পুরোপুরি কাঁধে নিলেন বলিউড অভিনেতা রনিত রায়। রনিত রায়ের নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও রনিতের নিরাপত্তা সংস্থার শরণাপন্ন হন। এবার তার সংস্থা থেকে নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে সাইফ ও তার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়।  পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত। অভিনেতা এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সাইফ কিংবা কারিনা। কেবল কোন অনুষ্ঠানে গেলে তারা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার। রনিতের নিরাপত্তা সংস্থা নিরাপত্তা দেবে সাইফ, কারিনা এবং তাদের পরিবারকে। সাইফ আলী হাসপাতাল থেকে বাসায় ফেরার পর অভিনেতা রনিতকেও তার সাথে দেখা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button