বিনোদন

শীতে মুগ্ধতা ছড়ালেন মিম

মোহনা অনলাইন

প্রকৃতিতে এখন চলছে শীতের মিষ্টি অনুভূতি। শীতের এই সুন্দর সময়কে উদযাপন করতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভক্তদের হৃদয়ে উষ্ণতা ছড়ালেন। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন।

কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।

মাঘ মাসের শীতের প্রকোপে মাঘের সকালে একটুখানি রৌদ্রচুম্বন কে না চায়! তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে উঠলেন বিদ্যা সিনহা মিম; সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‍‍`রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।‍‍`

মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। এ ছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকেও যান।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button