বিনোদন

চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান শুধু তার!

মোহনা অনলাইন

ক্যারিয়ারচা উপস্থাপনা দিয়ে  শুরু করলেও বর্তমানে সিনেমায় বেশী জনপ্রিয় হয়েছেন নুসরাত ফারিয়া। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি ভালো গানও করেন অভিনেত্রী। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমায় অভিষেক ফারিয়ার।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগী পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন, চলতি বছরেই রুপালি পর্দার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি তার। নতুন সিনেমায় অভিনয় করার সুখবরেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

ভক্ত অনুরাগীদের জন্য ফারিয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

২০১৪ সালে কাতার এ চ্যানেল ই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।

ফের কি তাহলে জাজের ব্যানারে নতুন কোনো কাজে দেখা যাবে ফারিয়াকে? অভিনেত্রীর পোস্ট দেখে এমনটাই ধারণা নেটিজেনদের একাংশের। আর তাই আবারও একসঙ্গে দেখা গেল আব্দুল আজিজ-ফারিয়াকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button