রাজধানীর শহীদ মিনারে আজ (শুক্রবার) সকাল ১০টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ভোর থেকে এসে অংশ নেন।
কুমিল্লা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, আমাদের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।