রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিমুল শিহাব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিমুল রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শিমুল শিহাব ঠিক কীভাবে মারা গেছেন, সেটি এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান দাবি করেছেন, সড়ক দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রাতে তিনি বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে শিমুল তাঁর মেয়ে বন্ধুকে নিয়ে সায়েন্স ভবনের দিকে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তাঁরা বাইক নিয়ে পালাতে যান। এ সময় ওই যুবক রাস্তায় পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এরপর রামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে রাত সাড়ে ১১টার দিকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণে সে মারা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, ঘটনাটি শুনে আমরা রামেক হাসপাতালে এসেছি। লাশ এখানে আছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।