গোটা বিশ্বকে আতঙ্কিত করে রাখা করোনা মহামারি কোথা থেকে এল, এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন। এবার এই রহস্যের জবাব দিতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।
সিআইএ দাবি করেছে, চীনের উহানের একটি গবেষণাগার থেকেই করোনাভাইরাস দুর্ঘটনাক্রমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই তথ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
সিআইএ-এর বিশ্লেষণ অনুযায়ী, উহানের উচ্চ-নিরাপত্তা সম্পন্ন ওই ল্যাবরেটরিতে করোনাভাইরাস নিয়ে নিবিড় গবেষণা চলছিল। এবং সেখান থেকেই কোনো একটা ভুলের কারণে ভাইরাসটি বেরিয়ে আসতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)ও একই ধরনের দাবি করেছিল। এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেছিলেন, করোনাভাইরাস খুব সম্ভবত চীন সরকারের নিয়ন্ত্রিত একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে।
চীন সরকার এই দাবি সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, করোনাভাইরাসের উত্স নির্দিষ্ট কোনও একটা জায়গা নয়। একাধিক উত্স থেকে কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এবং অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। এই মহামারি মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিয়েছে।