বাংলাদেশের ২০১৮নির্বাচন থেকে ২০২৪ এর ৭ই জানুয়ারী নির্বাচন পর্যন্ত ডোনাল্ড লুর নামটি ব্যাপক পরিচিত। বাংলাদেশের গত চার পাঁচ বছরের রাজনীতিতে যে ডামাডোল চলছিল এ অবস্থার নিষ্পত্তির জন্য ডোনাল্ড লুর তৎপরতা ছিল ব্যাপক। যার প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নামটি বেশ পরিচিত।
মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ ১৭ জানুয়ারি শেষ হয়েছে।
৩০ বছরের বেশি সময় মার্কিন সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে ডোনাল্ড লুর। এই সময়কালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজ প্রজাতন্ত্রে এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।