ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার দিনগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে রবিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এ এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় দুই পক্ষকে নিবৃত্ত করে পুলিশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
এরপরও দফায় দফায় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে, যদিও কারোরই নাম-পরিচয় উল্লেখযোগ্যভাবে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তী রাত সাড়ে তিনটার দিকে নীলক্ষেত মোড় ত্যাগ করলে, পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।