বিনোদন

সুস্থ হয়ে গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

মোহনা অনলাইন

অসুস্থতা পেরিয়ে আবার মঞ্চে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন বিদেশ বিভুঁইয়ে রোগব্যাধি ও চিকিৎসার সঙ্গে। কারণ শরীরে ক্যান্সার ফিরেছিল তার। এরপর নানা ধরনের চিকিৎসা এবং রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে অবশেষে গানে ফিরছেন সাবিনা ইয়াসমীন।

এরই মধ্যে রিহার্সাল শুরু করেছেন টিমের সঙ্গে। ৩১ জানুয়ারি গান নিয়ে মঞ্চে উঠবেন সাবিনা ইয়াসমিন। পরপর দুই দিন এইচএসবিসির করপোরেট শোতে গান গাইবেন তিনি। একই আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি গাইবেন চট্টগ্রামে। পাশাপাশি নতুন গানের রেকর্ডিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। গতকাল আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এইচএসবিসির তিনটি করপোরেট অনুষ্ঠানে গান গাইব। তিনটিই আমার একক গানের অনুষ্ঠান। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি অনুষ্ঠানে গাইব। এরপর তাদেরই আরেকটি অনুষ্ঠানে গাইব চট্টগ্রামে। সেটা হবে ১৮ ফেব্রুয়ারি। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইবার চেষ্টা করব। প্রায় এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। এরই মাঝে টিমের সঙ্গে রিহার্সাল করছি। সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলাম অস্ট্রেলিয়াতে।’

নতুন গানের খবর জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন গান করার ব্যাপারে কয়েকজন আমার সঙ্গে কথা বলেছেন। গানগুলো ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ দিতে চান। ইতিবাচক আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে গানের গীতিকার, সুরকারের নামসহ বিস্তারিত জানাতে পারব।’ সিনেমার কোনো গান করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমার কোনো গান নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি। তবে যেহেতু আমি গানের শিল্পী, আলোচনা হলে, ভালো লাগার মতো গান হলে অবশ্যই গাইব।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button