
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। আর এই লড়াইয়ে প্রতি মুহূর্তে তাঁর পাশে রয়েছে তাঁর পরিবার ও প্রেমিক রকি জয়সওয়াল। রবিবার প্রেমিক ও ভালোবাসার মানু রকি জয়সওয়ালের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিঃস্বার্থ ভালোবাসার কথা সামনে এনেছেন হিনা।
দীর্ঘ নোটে হিনা লিখেছেন, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে কীভাবে পাশে থেকেছেন রকি। এমনকি তাঁর কেমো চলাকালীন, রকিও নিজের মাথা কামিয়ে ফেলেন। এছাড়াও তাঁর পোস্টে রয়েছে রকি কীভাবে তাঁর যত্ন নিয়েছেন।
হিনার পোস্ট করা প্রথম ছবিতে হিনা এবং রকি মাথা ন্যাড়া অবস্থায় পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে। রকির কাঁধে মাথা রেখেছেন অভিনেত্রী। আরও একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের রুমে চেয়ারে বসে হিনা। আর রকি তাঁর পা ম্যাসাজ কর দিচ্ছেন তিনি। হিনা তাঁদের ছুটি কাটানোরও বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে রকিকে পরচুলা পরে গিটার বাজাতে দেখা যায়।
অভিনেত্রী রকি জয়সওয়ালের বাড়ি থেকে রান্নাকরা খাবার পাঠানোর একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে ছিল হাতে লেখা একটা নোট। যাতে লেখা ছিল, ‘হ্যালো, বিউটিফুল’। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন হিনা। আর রকি তাঁর মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছেন। হাসপাতালের বিছানায় শুয়ে হিনাকে খাইয়েও দেন রকি। আবার কখনও তিনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামে সাহায্য করেছিলেন। অসুস্থ হিনার হাতে হাত রাখেন রকি। শেষ ছবিগুলিতে একটি সেলফি তোলার সময় হাস্যোজ্জ্বল হিনাকে রকির দিকে ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়।