প্রতিবছরই দেশে অগ্নি দুর্ঘটনার ঘটনা বাড়ছে। এতে হতাহতও হচ্ছে অনেকে। ২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই হিসেবে দিনে গড়ে ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৪১ জন ও নিহত ১৪০ জন। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সারাদেশে গত বছর অগ্নিকাণ্ডে ৪৪৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬৯৭ টাকা সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের মাধ্যমে ১ হাজার ৯৭৪ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৮৭৫ টাকার সম্পদ রক্ষা করে।অগ্নিনির্বাপণের সময় ৩৭ জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে দুজন কর্মী নিহত হন।
ফয়ার সার্ভিস আরও জানায়, ওই বছর ২৬ হাজার ৬৫৯টি আগুনের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৬৯টি, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ১৩৯টি, চুলা থেকে ৩ হাজার ৫৬টি, উচ্ছৃঙ্খল জনতা থেকে ৭৮৯টি, ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৭৫৯টি, উত্তপ্ত ছাই থেকে ৭৩৫টি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৭০৪টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৪৬৫টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ৪৪টি, কয়েল থেকে ৪৫৫টি এবং আতশ বাজি, ফানুস, পটকা পোড়ানো থেকে ৬৪টি আগুনের ঘটনা ঘটে।



