সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায়; রেল যাত্রীরা পরছে বিপাকে।
রেলের এই সঙ্কটে বাসের ভাড়া হাকা হচ্ছে তিনগুন। আবার অনেকক্ষেত্রে টকিটও পাওয়া যাচ্ছেনা।
রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সব স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রেলওয়ে থেকে যাত্রীদের আগাম কোনো বার্তাও দেওয়া হয়নি। ফলে স্টেশনে এসে ফিরে যাওয়াসহ গন্তব্যে পৌঁছানো নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা অভিযোগ করেছেন, ট্রেন বন্ধ থাকায় বাসসংশ্লিষ্টরা যাত্রীদের অনেকটাই জিম্মি করে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে ট্রেন যোগাযোগের ওপর নির্ভরশীল মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন।
ট্রেনের কর্মবিরতির ও বাস ভাড়া তিনগুন বাড়ায় বাধ্য হয়ে বেশীরভাগ যাত্রীদের বেছে নিতে হচ্ছে খোলা ট্রাকের ছাঁদ । এই শীতে খোলা ট্রাকে যাত্রীদের গন্তব্যে ফিরতে হচ্ছে; অভিযোগ রেল যাত্রীদের। মাঘের হাড় কাপানো শীতে, খোলা ট্রাকেই তাদের একমাত্র ভরসা।
“বাড়ি ফিড়তে হবে”



