Top Newsআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, আরোহীদের কেউ বেঁচে নেই

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ ৬৪ জন আরোহী ছিলেন। পিএসএ এয়ারলাইনসের বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ উড়োজাহাজটি ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে যাচ্ছিল।

অন্যদিকে মার্কিন আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারে তিনজন সেনা ছিলেন। এই দুর্ঘটনাকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মার্কিন বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

সংঘর্ষের এ ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই। এ ঘটনায় শোক জানিয়ে, জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, অযোগ্যদের নিয়োগ দেয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। এদিকে দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারীরা। এতে মূলত ফ্লাইটের তথ্য রেকর্ড থাকে। এনটিএসবি বলছে, দুর্ঘটনা নিয়ে তথ্য থাকলেও, তদন্ত প্রতিবেদন প্রকাশে ৩০ দিন সময় প্রয়োজন। আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে লাশ ও ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হলো।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English