তৃতীয় বিয়ের পথে আমির খান!
বলিউডের জনপ্রিয় তারকা আমির খান কেবল অনবদ্য অভিনয় ও নির্মাণের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেও ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়। ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নতুন বিয়ের পরিকল্পনা করছেন বলিউড সুপারস্টার আমির খান। শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন তিনি।
সম্প্রতি মায়ের জন্মদিনের অনুষ্ঠানে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই প্রাক্তন স্ত্রী—রীনা দত্ত ও কিরণ রাও। তবে এ সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন আমির খান।
মিন্টের প্রতিবেদন জানিয়েছেন, বেঙ্গালুরুর এক রহস্যময়ী নারীর প্রেমে পড়েছেন ৫৯ বছর বয়সী আমির খান। শোনা যাচ্ছে, আমির এরইমধ্যে পরিবারের সঙ্গে সেই নারীর পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে পরিবারের সদস্যরা তাকে পছন্দ করেছেন বলে জানা গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।