বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম আজই (সোমবার, ০৩ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। দু’দিন পর ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়র ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজকে (৩ ফেব্রুয়ারি )তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙ্গুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
জানা গেছে, এই কাজে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা আরও জানিয়েছেন, “যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৮ বা তার আগে এবং কোনও কারণে ফর্ম-২ পূরণ করতে পারেননি তারা নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে (ছবি কেন্দ্র) প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবিসহ ফর্ম পূরণ করে এবং আঙুলের ছাপ দিয়ে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে পারবেন,”।
ইসি কর্মকর্তা আরও বলেন, যারা ফর্ম-২ পূরণ করতে ব্যর্থ হয়েছেন তারা অনলাইনে ফর্ম-২ পূরণ করেও ভোটার হতে পারবেন।



