আওয়ামী লীগ এখন অনলাইনে হরতাল-অবরোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “জনগণের সাড়া না পেয়ে এখন তারা (আওয়ামী লীগ) হরতাল আর অবরোধ করছেন অনলাইনে। জনগণের মধ্যে যেতে পারছেন না।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার শেরেবাংলানগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের আশ্রয় পেয়ে নানা ধরনের উস্কানিমূলক কাজ করার জন্য তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন। জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেন তিনি।
তিনি জানান, শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুকের ব্যবহার করেছেন। তিনি ভোটকেন্দ্র ফাঁকা রেখেছিলেন। দিনের ভোট রাতে করেছিলেন। জনগণের এই স্মৃতি অত্যন্ত দুঃসহ। এটি অব্যাহত থাকুক জনগণ তা চায় না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ এবং ডেডলাইন দিতে হবে।