ট্রাম্প-মাস্কের নজরে শীর্ষ মার্কিন সাহায্য সংস্থা, অস্থিরতা তুঙ্গে
মার্কিন সরকারের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডিকে পররাষ্ট্র দফতরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। যার ফলে সংস্থাটির ওয়াশিংটন সদর দপ্তরের কর্মীদের গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) অফিসের বাইরে থাকতে বলা হয়।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেকে ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রধান ঘোষণা করেছেন। তবে ডেমোক্র্যাটরা একে ‘অবৈধ ও অসাংবিধানিক’ পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ তুলেছে, এতে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর ক্ষতি হবে, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব কমবে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক সংস্থাটির কঠোর সমালোচনা করেছেন।
সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘এই সংস্থাটি বাম উগ্রপন্থীদের দ্বারা পরিচালিত এবং বিশাল পরিমাণ জালিয়াতির সঙ্গে জড়িত।’ তবে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি।
মাস্ক একাধিকবার ইউএসএআইডিকে ‘একটি দুর্নীতিগ্রস্ত ও অপরাধমূলক সংস্থা’ বলে অভিহিত করেছেন। এক লাইভ স্ট্রিমে তিনি বলেন, ‘পুরো সংস্থাটিকেই বন্ধ করে দিতে হবে, এটি আর ঠিক করার উপায় নেই।’
মাস্ক বর্তমানে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) নামে একটি অনানুষ্ঠানিক খরচ-কাটছাঁট সংস্থা পরিচালনা করছেন, যা সরকারিভাবে স্বীকৃত নয়। তবে ট্রাম্প তাকে প্রশাসনের ব্যয় কমানোর ব্যাপারে ব্যাপক ক্ষমতা দিয়েছেন।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, মাস্ককে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে স্বেচ্ছাসেবী পদ দেওয়া হয়েছে, যা তাকে কিছু নির্দিষ্ট আর্থিক ও স্বার্থ-সংঘাত সংক্রান্ত বিধিনিষেধের আওতায় আনতে পারে।
১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এটি প্রায় ১০ হাজার কর্মী এবং ৪০ বিলিয়ন ডলারের বাজেট পরিচালনা করে।
ডেমোক্র্যাটরা দাবি করছে, সংস্থাটি বন্ধ হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ‘এটি আমাদের প্রতিপক্ষদের জন্য একটি উপহার। এটি সম্পূর্ণ বেআইনি।’
মারিল্যান্ডের কংগ্রেসম্যান জনি অলসজেউস্কি সতর্ক করে বলেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের পাহারায় থাকা কারারক্ষীরা যুক্তরাষ্ট্রের সাহায্য স্থগিতের কারণে পদত্যাগের হুমকি দিয়েছেন।
এদিকে, ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। ফলে আন্তর্জাতিক দুর্ভিক্ষ পর্যবেক্ষণকারী তথ্যসহ গুরুত্বপূর্ণ রেকর্ডগুলো পাওয়া যাচ্ছে না। সংস্থার শতাধিক কর্মী তাদের অফিস ইমেইল ব্যবহারে বাধার সম্মুখীন হয়েছেন।
সংস্থার নিরাপত্তা পরিচালক জন ভোরহিস ও উপ-নিরাপত্তা পরিচালক ব্রায়ান ম্যাকগিলকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ইউএসএআইডির চিফ অফ স্টাফ ম্যাট হপসন পদত্যাগ করেছেন।
ট্রাম্প দাবি করেছেন, মাস্ক যা করছেন তা প্রশাসনের অনুমোদন নিয়েই হচ্ছে।