বিনোদন

বঙ্গ-তে ব্লকবাস্টার সব হলিউড ছবি

বঙ্গ ও সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে বাংলাদেশি দর্শকদের জন্য আসছে হলিউডের সেরা কিছু সিনেমা।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে কোলাবোরেশনে বাংলাদেশের দর্শকদের কাছে হলিউডের সেরা সিনেমাগুলো নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক সিনেমার সঙ্গে দেশি সংস্কৃতির সংমিশ্রণে এই কোলাবোরেশন দর্শকদের জন্য নিয়ে আসছে অন্যরকম এক অভিজ্ঞতা যা একইসাথে তাদের ভালো মানের বিনোদনের চাহিদাও পূরণ করবে।
বঙ্গ বলছে, সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে এই কোলাবোরেশনে আইকনিক হলিউড ব্লকবাস্টার, টাইমলেস ক্ল্যাসিক, ও আরও অনেক উপহার যা দিয়ে বঙ্গের দর্শকপ্রিয়তা আরও বাড়াবে।
এর মাধ্যমে এখন থেকে দর্শকরা হলিউডের সেরা অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, ও অ্যানিমেটেড সিনেমাগুলো দেখতে পারবেন, তাও আবার ইংরেজি ভাষায়।

দর্শকরা স্বল্প মূল্যে ভেনম: দ্য লাস্ট ড্যান্স, ২১ জাম্প স্ট্রিট, ব্যাড বয়েজ, মেন ইন ব্ল্যাক, এঞ্জেলস এন্ড ডিমনস, ও ক্লাউডি উইথ এ চ্যান্স অফ মীটবলস এর মতো ব্লকবাস্টারগুলো দেখার সুযোগ পাবেন।

বঙ্গ’র উল্লেখযোগ্য অর্জনের মধ্যে আছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে কোলাবোরেশনে শার্ক ট্যাংক বাংলাদেশ, যা সারা দেশের দর্শকদের, বিশেষ করে উদ্যোক্তাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button