আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের স্পষ্ট নীতি ঘোষণা করা হবে— এমন আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করে নিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল (৩ ফেব্রুয়ারি) রাতে মহাখালীর রেলগেটে অবরোধ কর্মসূচির শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।
তবে আগামী সাত দিনের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার নতুন করে আবারও কর্মসূটির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যের’ নেতা ও কলেজটির শিক্ষার্থী আমিনুল ইসলাম গতকাল রাত সাড়ে ৯টায় মহাখালী রেলক্রসিংয়ে এ ঘোষণা দেন।
এরপরই তাঁরা রাজধানীর মহাখালী রেলপথ অবরোধ থেকে সরে আসেন। এতে দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে শুরু হয়েছে ট্রেন চলাচল।