ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে।
যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বেঠক শেষে গতকাল (০৪ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনার কথা জানান।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’
পরে তিনি গাজা অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা তুলে ধরেন। বলেন, ‘আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটিতে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে। এলাকাটিকে সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোও অপসারণ করে ফেলা হবে।’
যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে তিনি জবাব দেন: “যদি প্রয়োজন হয়, আমরা তা করব।”