Top Newsসংবাদ সারাদেশ

ঈশ্বরদীতে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

মোহনা অনলাইন

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলহাজ মোড় বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভেঙে দেওয়া হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতব্যাপী এসব ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বুলডোজার এনে ভাঙচুর শুরু করে। কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পুনরায় ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ছাত্র-জনতা পৌর শহরের আলহাজ মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ গুঁড়িয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের‌ কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে ইনশাআল্লাহ।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত‌ পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম কোনো অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিন দফা ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button