কৌন বনেগা ক্রোড়পতি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কুইজ শো। ভারতের অগণিত দর্শকদের মন জয় করেছে। বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন প্রতি সপ্তাহে শোতে তারকা থেকে সাধারণ মানুষদের প্রশ্নের মুখোমুখি করেন। তবে এবারের কেবিসি সিজনটি বিশেষ কারণ জুনিয়র সপ্তাহে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে শোটি হবে। ইতিমধ্যেই এই শো নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
জুনিয়র সপ্তাহের পর্বে অমিতাভ বচ্চন ছোট ছোট প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছু মজার এবং হৃদয়স্পর্শী মুহূর্ত কাটাচ্ছেন। এরই মধ্যে কেবিসির এক প্রমোতে এক ছোট মেয়ের সঙ্গে অমিতাভের মজার আলাপ সামনে এসেছে। সেই প্রমো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
অমিতাভ বচ্চনের মুখে ঐশ্বরিয়া রাইয়ের নাম আসতেই প্রনুষা তৎক্ষণাৎ মন্তব্য করেন, “স্যার, ঐশ্বরিয়া রাই খুব সুন্দর।” এর পরেই, বিগ বি মৃদু হাসি দিয়ে বললেন, “হ্যাঁ, আমরা জানি।” তবে এই কথার পর প্রনুষা ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করেন। তারপরে বিগ বি-র কাছে সৌন্দর্য টিপস জানতে চান। প্রনুষা বলেন, “স্যার, আপনি যেহেতু ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে থাকেন, আমাকে দয়া করে কিছু সৌন্দর্য টিপস দিন।”
উত্তরে অমিতাভ বচ্চন খুবই সুন্দরভাবে বলেন, “দেখো, তোমাকে একটা কথা বলি, মুখের সৌন্দর্য কয়েক বছরের মধ্যে ম্লান হয়ে যাবে, কিন্তু তোমার হৃদয়ের সৌন্দর্য সারা জীবন তোমার সঙ্গে থাকবে। তাই তোমার হৃদয়কে সুন্দর করে তোলো। আমরা মনে করি তোমার হৃদয় খুবই সুন্দর।”