বিশ্বের লাখ লাখ ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্স রহমান আল হুসাইনি। তিনিই এখন নতুন আগা খান। আল হুসাইনি এখন থেকে তার বাবা প্রিন্স করিম আগা খানের দায়িত্ব পালন করবেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৮৮ বছর বয়সে প্রিন্স করিম আগা খানের মৃত্যু হয়।
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃবিতিতে তাকে নিয়োগের কথা জানিয়েছে। প্রিন্স রহমান আল হুসাইসনি আগা খান (পঞ্চম) এখন থেকে ইসমাইলি মুসলিমদের বংশগত ৫০তম ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। কথিত রয়েছে তারা মহানবী হযরত মুহাম্মদ সা. এর সরাসরি বংশধর।
ইসমাইলিরা হলো একটি শিয়া মুসলিম সম্প্রদায়। যারা ইমাম ইসমাইলসহ একাধিক ইমামের প্রতি শ্রদ্ধাশীল। ইমাম ইসমাইল ৭৬৫ খ্রিস্টাব্দে মারা যান।
ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি অনুসারি রয়েছে। যার মধ্যে শুধু পাকিস্তানেই রয়েছে ৫ লাখ অনুসারি। এ ছাড়া ভারত, আফগানিস্তান ও আফ্রিকার কিছু এলাকায় এর অনুসারি রয়েছে।
প্রিন্স করিম আগা খান তার দাদার কাছ থেকে ইসমাইলি মুসলিমদের ইমাম নির্বাচিত হন। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার তিনি পর্তুগালের লিবসনে মৃত্যুবরণ করেন। এখানে ইসমাইলি ইমামের আশ্রয়স্থল। আগামী সপ্তাহে তার দাফন সম্পন্ন হবে।
প্রয়াত নেতা আগা খান তার সময়কালে উন্নয়নশীল বিশ্বে শত শত হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করেন।
সূত্র: বিবিসি