Top Newsধর্ম ও জীবন

আজহারীর মাহফিলের প্রস্তুতি চলছে ঢাকায়

মোহনা অনলাইন

এবার ঢাকায় দেখা যাবে মিজানুর রহমান আজহারীকে। জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী এবার রাজধানী ঢাকায় তাফসির মাহফিলে অংশ নিতে যাচ্ছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের আট বিভাগে মাহফিলের সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এরই ধারাবাহিকতায় আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জে হচ্ছে তার মাহফিল।

দেশে ফেরার পর এটি আজহারীর সপ্তম মাহফিল। গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে।

জানা যায়, ঢাকায় মাহফিলকে ঘিরে বিশাল প্রস্তুতি ও আয়োজন করেছে আয়োজকরা। বারুয়াখালী মাহফিল ময়দানে অনুষ্ঠিতব্য ২৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারীর পাশাপাশি প্রধান অতিথি থাকবেন খন্দকার আবু আশফাক ও সভাপতিত্ব করবেন মো. শাহজাহান শিকদার।

এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে মাহফিলে অংশ নেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী এবং চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেছেন তিনি। ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিতব্য মাহফিলটি তার দেশে ফেরার পর সপ্তম আয়োজন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এটি একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button