Top Newsআন্তর্জাতিকজাতীয়

বাইডেনের ছোঁড়া তীর চারবছর পর ট্রাম্প ফিরিয়ে দিল

শাহীন রাজা

শাহীন রাজা :চারবছর আগে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেয়। চারবছর পর তাঁর বিরুদ্ধে তা ব্যবহার হতে যাচ্ছে ! ২০২১ সালে বাইডেন প্রেসিডেন্ট হবার পর, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করা হয়। ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার তিনিও তাই করলেন।

আমেরিকার গোপন তথ্যাবলি এখন থেকে বাইডেন হাতে পাবেন না। তাঁর কাছে আর কোনও গোপন খবর পৌঁছবে না। এ বার তার প্রতিশোধ নিলেন রিপাবলিকান নেতা।ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন। এটা হচ্ছে সাবেক প্রেসিডেন্টের প্রতি সৌজন্যতা।

প্রসিডেন্ট ট্রাম্প নিজের সমাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনও প্রয়োজন নেই। আমরা তাঁর এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতি দিন তাঁর কাছে যে গোপন খবরগুলি যেত, তা আর যাবে না।’’

এর পর ট্রাম্প লিখেছেন, ‘‘এই উদাহরণটি তৈরি করেছেন বাইডেন নিজেই। ২০২১ সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন, আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনও খবর না দেওয়া হয়। প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধা পেয়ে থাকেন।”

ট্রাম্প বলেন ‘‘জো, তোমার সময় শেষ। তোমাকে এই সুযোগ থেকে বরখাস্ত করা হলো।

২০২১ সালে আমেরিকায় ক্যাপিটল হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন বাইডেন। সেই সময় বাইডেন বলেছিলেন, ‘‘ট্রাম্পের আচরণ প্রমাণ করে, তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। তাই ওই ছাড়পত্র তুলে নেওয়া হচ্ছে।’’ ২০২৫ সালে ক্ষমতায় ফিরে ট্রাম্প তারই পাল্টা দিলেন পূর্বতন প্রেসিডেন্টকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button