
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ছয়জনের একটি প্রতিনিধিদল৷
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রমনা জোনের পুলিশ সদস্যরা তাদের নিয়ে যান। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রতিনিধি দলে আছেন— খালেদ সাইফুল্লাহ, মীর রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাইনুদ্দিন।
আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনো দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতার হচ্ছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণাও আসতে পারে।
তাদের প্রধান তিনটি দাবি হচ্ছে— প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।