জীবনধারাবিনোদন

বড় আয়োজনে বাইফার চতুর্থ আসর বসছে ১৬ মে

এবার আরও জমকালো আয়োজনের বসছে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)’র চতুর্থ আসর। এর আগে গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড। অতি অল্প সময়েই ‘নতুন ধরা প্রেজেন্টস বাইফা’ সর্বমহলের আস্থা অর্জন করেছে। দেশের অন্যতম বৃহৎ আয়োজনে অ্যাওয়ার্ড শোটি হয়ে থাকে, সেই সঙ্গে স্বচ্ছতার জন্যই দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে বাইফা অ্যাওয়ার্ড।

দেশের অন্যতম রিয়েল স্টেট কোম্পানি ‘নতুন ধরা’ ও ‘বাইফা’র পর টানা তিন বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে চতুর্থ আসর।

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এক ঘরোয়া মিটিংয়ের মাধ্যমে বাইফার চতুর্থ সিজনের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাইফার চেয়ারম্যান মেরিনা আকতার, প্রধান উপদেষ্টা ড. সাদী উজ জামান, ফাউন্ডার ও সিইও শাহরিয়ার স্বপন, পরিচলনা পর্ষদের সদস্য নাইনা সেতু, অন্তু করিম, ইভান শাহরিয়ার সোহাগ, মাসিদ রণ, আলভী রায়হান সীমান্ত, আকিব মাহমুদ শুভ, তানবির লিমন, উপদেষ্টা রাজু আলিম ও বাইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিষ হক।

জানা গেছে, এবার ২০২৪-এর ঈদুল ফিতর থেকে শুরু করে ২০২৫-এর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান ও নাচের সেরা শিল্পী-নির্মাতাদের দর্শক ভোটে ও জুরি বোর্ডের রায়ে পুরস্কৃত করা হবে। আজীবন সম্মাননা পাবেন দেশের একজন কিংবদন্তী শিল্পী।

তারকা উপস্থাপক, জনপ্রিয় তারকাদের নাচ-গানের পরিবেশনা, হাস্যরসাত্মক পরিবেশনা, অত্যাধুনিক আইডিয়াসমৃদ্ধ রেড কার্পেট- সব মিলিয়ে এবারের বাইফা হবে জমজমাট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button