Top Newsজাতীয়

পাওয়া গেল টিউলিপের পঞ্চম বাড়ির সন্ধান

মোহনা অনলাইন

রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। সম্পত্তিটির নামকরণ করা তাঁর পরিবারের নামে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানতে পেরেছে।

সংবাদমাধ্যমটি জানায়, ওই বাড়িটি ছিল গুলশানে। এটি বাংলাদেশে থাকা টিউলিপের পঞ্চম বাড়ি। যদিও লেবার পার্টির সূত্র দাবি করেছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশে কোনো সম্পত্তির মালিক নন এবং যেসব ঠিকানার মালিকানা তার নয়। সুতরাং সেসব বিষয়ে তাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না।

একটি সরকারি নথিতে দেখা যায়, গুলশানের ওই বাড়িটি তার বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে ১০ তলা ওই ভবনটি নির্মাণ করা হয়। একটি বিজ্ঞাপনে দেখা যায় সেখানে বারান্দাসহ ২ ও তিন বেডরুমের বাসা রয়েছে। বিষাল ওই ফ্ল্যানটি অত্যন্ত বিলাসবহুল। তবে ভবনটি টিউলেপর বাবা শফিক আহমেদ সিদ্দিক , নাকি দাদার নামে রাখা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ওই জমিটি তাদের পরিবারের এক সদস্যের নামে ছিল। তবে এই বিষয়টি নিয়েও কিছু বলতে রাজি হয়নি লেবার পার্টি। টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিকও ওই ভবনেই থাকতেন।

গাজীপুরের কানাইয়া এলাকায় ‘টিউলিপস টেরিটরি’ নামের প্লটসহ একটি পারিবারিক অবকাশযাপনের বাগানবাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ তথ্য সামনে আসার এক দিন পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ।

পরিবারের সদস্যদের নামে থাকা এই সম্পত্তিসহ আদালতের নথিপত্র অনুসারে, গুলশানের অন্য একটি ঠিকানা ও ধানমন্ডিতে তার খালা শেখ হাসিনার বাড়ির সঙ্গে টিউলিপের যোগসূত্র আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English