
নতুন প্রাণের উৎসবে মেতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বসেছিল এই মিলনমেলা। দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৪তম পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে আলো ছড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর বক্তব্যে, অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার করার উপর গুরুত্ব দেন। বলেন, শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিভাগ ও হলসহ কেন্দ্রীয় পর্যায়ে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের কার্যক্রমের ব্যাপ্তি ও পরিসর আরও বৃদ্ধি করতে হবে।
দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুপডা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম এবং ডুপডা’র সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ্ বক্তব্য রাখেন। বক্তারা, ব্যতিক্রমী আয়োজনের জন্য ডুপডাকে ধন্যবাদ জানান। আগামীতেও ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভাগের চারজন কৃতী অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন অধ্যাপক ড. এ কে এম সালাহউদ্দিন, অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া এবং অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এর আগে পুনর্মিলনী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রাণপ্রবাহ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া অ্যালামনাইদের উদ্যোগে বিভাগের ৫১জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে (এজিএম) আগামী দু বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে-গেয়ে মধুর সময় পার করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা।