
ভালোবাসার মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করলেন জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদী। সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন— “I deserve Pori”। এই স্ট্যাটাস সামনে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।
ভালোবাসার মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করলেন জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদী। শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন— “I deserve Pori”। এই স্ট্যাটাস সামনে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং নতুন করে আলোচনার জন্ম দেয়।
শেখ সাদীর “I deserve Pori” স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকে ধারণা করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরীমনির কথাই বলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই কাকতালীয় বা ‘পরী’ বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন।
ভক্তরা এখন অপেক্ষায় আছেন—এই রহস্যের জট খুলবে কি না!