আন্তর্জাতিক

ফ্রান্সে নরেন্দ্র মোদী ও পিচাইয়ের বৈঠক

মোহনা অনলাইন

ফ্রান্সের প্যারিসে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুগলের প্রধান কর্মকর্তা সুন্দর পিচাই বৈঠক করলেন। বৈঠকে ভারতের ডিজিটাল রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

পিচাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আজ প্যারিসে এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে দারুন লাগলো। ভারতের ডিজিটাল রূপান্তরে আমরা কীভাবে একসাথে কাজ করতে পারি তা নিয়ে আলোচনা করেছি।’

এর আগে নরেন্দ্র মোদী এবং পিচাইয়ের মধ্যে শেষ বৈঠকটি ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে হয়েছিল। মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকশন সামিট’-এর যৌথ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদী।

ভারত-ফ্রান্স সম্পর্কের গভীরতা তুলে ধরে মোদি আরও বলেন, ভারত ও ফ্রান্স শুধু গণতান্ত্রিক মূল্যবোধেই সংযুক্ত নয়, বরং গভীর আস্থা, উদ্ভাবন এবং জনগণের কল্যাণ আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমাদের সম্পর্ক শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা একসঙ্গে বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজছি।

এআই সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথভাবে এআই অ্যাকশন সামিটের সভাপতিত্ব করেন। সপ্তাহব্যাপী সম্মেলনটি বিশ্বনেতা, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে শেষ হয়, যা ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button