আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুমের আয়নাঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে রয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ। এ সময় যারা নিগৃহীত হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। এর কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা থাকলে বোঝে যে, কিন্তু বিনাকারণে রাস্তা থেকে তুলে এনে,সাক্ষীসাবুদ তৈরি করে বলেছে, তুমি সন্ত্রাসী, তুমি জঙ্গি। এরকম বলে তাকে নিয়ে আসা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, এরকম ইন্টারোগেশন, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। এতদিন শুনেছি, আয়নাঘর আছে। এখন দেখছি, আয়না ঘরের বিভিন্ন ভার্সন সারা বাংলাদেশ জুড়ে আছে। এরকম কত আছে। কতটা জানা আছে, কতটা অজানা আছে। এরকম অসংখ্য আয়নাঘর দেশজুড়ে রয়ে গেছে। কোথাও সাতশ, কোথাও আটশ, আরো কত অজানা রয়ে গেছে!
আয়না ঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।



