জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের ৮৪৮ জন নেতা-কর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ অভিযোগ দাখিল করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।
বিএনপির অভিযোগে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫২৪ জন দলটির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য, বাকিরা তাদের আত্মীয়-স্বজন। দলটি দাবি করেছে, গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতাকর্মী, সমর্থক ও অন্যান্য আন্দোলনকারীদের নির্বিচারে গুলি, নির্যাতন ও ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে।



