Top Newsরাজনীতি

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

মোহনা অনলাইন

জুলাই-আগস্ট মাসে আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের ৮৪৮ জন নেতা-কর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ অভিযোগ দাখিল করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম-খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মো. সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।

বিএনপির অভিযোগে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫২৪ জন দলটির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সদস্য, বাকিরা তাদের আত্মীয়-স্বজন। দলটি দাবি করেছে, গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতাকর্মী, সমর্থক ও অন্যান্য আন্দোলনকারীদের নির্বিচারে গুলি, নির্যাতন ও ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে মামলার এজাহারের কপিও প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির ২,২৭৬ জন নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল। সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button